ওয়েব ডেস্ক: সরকারি জমিতে বসবাসকারীদের নিজশ্রী আবাসন প্রকল্পে (Nijashree Housing Scheme) ফ্ল্যাট (Flat) তৈরি করে দেয় রাজ্য সরকার। এবার সেই সব সুবিধাভোগীদের জন্য আরও মানবিক হল নবান্ন (Nabanna)। যাঁরা ফ্ল্যাট পাবেন তাঁদের ক্ষেত্রে শর্তাবলী আরও সহজ করা হল। সোমবার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সরকারি জমিতে নির্মিত ফ্ল্যাট ‘কনভেয়ান্স ডিড’ এর মাধ্যমে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীদের কাছে হস্তান্তরের শর্তাবলী শিথিল করা হবে। তবে কোন কোন শর্তাবলী শিথিল করা হচ্ছে তা অবশ্য এদিন জানা যায়নি।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ৯টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব দিল নবান্ন
দেখুন অন্য খবর: