Friday, August 29, 2025
HomeScrollবাসস্ট্যান্ড থেকে উদ্ধার মহিষ বোঝাই কন্টেনার

বাসস্ট্যান্ড থেকে উদ্ধার মহিষ বোঝাই কন্টেনার

চোপড়া: বড় সাফল্য চোপড়া পুলিশের। গভীর রাতে নাকা চেকিংয়ের সময় চোপড়া বাসস্ট্যান্ড থেকে কেন্টেনার বোঝাই আঠাশটি মহিষ উদ্ধার করে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ। মহিষ বোঝাই কন্টেনারটিকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: দাঁতালের দাপটে তছনছ গ্রাম

বৃহস্পতিবার আটক চারজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। কিছুদিন আগেও বিধাননগর এলাকা থেকে একটি গ্যাসের ট্যাংকার থেকে গরু উদ্ধারের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। যার জেরেই বুধবার গভীর রাতে চোপড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে দূরপাল্লার গাড়িতে তল্লাশি চালিয়ে ক্যান্টেন আর বোঝাই ২৮টি মহিষ উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। চোপড়া পুলিশের এই সাফল্যে খুশি বিভিন্ন মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News