নদিয়া: জাল জন্ম সার্টিফিকেট (Fake Birth Certificate) দেওয়ার অভিযোগ গ্রেফতার পঞ্চায়েত কর্মী। জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ এক পঞ্চায়েত কর্মীকে গ্রেফতার করল চাপড়া থানা পুলিশ (Chapra Police Station)। ওই কর্মীর নাম আশিষ কর্মকার। তার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত প্রধান। তার স্ত্রী মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান ছিলেন।ঘটনাটি ঘটে নদিয়ার সীমন্তের হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা দিয়ে সে পালাবার চেষ্টা করছিল অভিযুক্ত। গোপনে সূত্রে খবর চাপড়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক বছরে এলাকায় জন্মের থেকেও বেশি দেওয়া হয়েছে জন্মের সার্টিফিকেট। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্বয়ং পঞ্চায়েত প্রধান। ওই পঞ্চায়েতের কর্মী আশীষ কর্মকার নামে বিরুদ্ধে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
আরও পড়ুন: হেমতাবাদে খড়ের গাদায় স্কুটি সহ অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার
অন্য খবর দেখুন