Wednesday, August 27, 2025
HomeScrollআসানসোলের হস্তশিল্প মেলায় আগুন!

আসানসোলের হস্তশিল্প মেলায় আগুন!

আসানসোল: রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় পয়লা মার্চ থেকে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। আর এবার আসানসোলের হস্তশিল্প মেলায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। আজ অর্থাৎ বুধবার দুপুরে হঠাৎই আসানসোলের হস্তশিল্প মেলায় আগুন লেগে যায়। যার জেরে বেশ কিছু দোকানের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা নিজ চেষ্টায় যত কটা জিনিস আগুনের গ্রাস থেকে বাঁচানো যায় তার চেষ্টা করেন। দেখা যায় জিনিসপত্র টেনে বার করে আনতে।

আরও পড়ুন: ‘অরণ্য নিধন’, বনাঞ্চল চিহ্নিতকরণে কমিটি গঠন না করা রাজ্যগুলিকে সুপ্রিম হুঁশিয়ারি

ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার সাথে সাথেই খবর দেওয়া হয় দমকলে। কিন্তু, দমকল দেড়িতে আসায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়। যার জেরে বহু জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। দমকল দেড়িতে আসায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, মেলাতে কোনরকম আগুন নির্বাপণ ব্যবস্থা ছিলনা। পাশাপাশি, দমকল বাহিনী দেড়িতে আসায় কয়েক লক্ষেরও বেশি জিনিস আগুনের গ্রাসে ছাই হয়ে যায় বলে অভিযোগ তোলেন তারা।

দেখুন অন্য খবর

Read More

Latest News