Friday, August 22, 2025
HomeScrollওষুধের দাম বৃদ্ধি হওয়ার প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে এসইউসিআইয়ের বিক্ষোভ

ওষুধের দাম বৃদ্ধি হওয়ার প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে এসইউসিআইয়ের বিক্ষোভ

ওয়েব ডেস্ক: ১ এপ্রিল (1 April) থেকে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে জীবনদায়ী ওষুধের। একধাক্কায় দাম বেশ খানিকটা দাম বেড়েছে ৭৪৮ টি ওষুধের। আর যার জেরে ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। সকলের কপালেই দেখা দিচ্ছে চিন্তার ভাঁজ। আর সেই ইস্যুকে সামনে রেখেই এবার রাজ্যজুড়ে কেন্দ্রীয় বঞ্চনা এবং দুর্নীতির অভিযোগে, প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে রাজ্য এসইউসিআই সংগঠনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার তারা রাজ্য জেলা ও মহকুমার বিভিন্ন সরকারি প্রশাসনের দফতরে আইন অমান্য করবেন বলে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যেভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে অন্যদিকে বঞ্চনা পাশাপাশি নদী বাঁধগুলো দীর্ঘদিন সংস্কার হয় না যেভাবে স্মার্ট মিটার সাধারণ নাগরিকদের অতিরিক্ত মাচুল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় সেই সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, এবং ওষুধের দাম উতরত্তর বৃদ্ধি পাওয়ার দরুন আগামীকাল ডাক দেওয়া হয়েছে মিছিলের।

আরও পড়ুন: ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে মিছিলের ডাক মমতার

অন্যদিকে, নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন কেন্দ্র যেভাবে প্রত্যেকদিন, প্রতিনিয়ত জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদে আগামী ৪ এবং ৪ এপ্রিল, ঠিক বিকেল ৪ টে নাগাদ জেলার প্রত্যেকটি ব্লক থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।

দেখুন অন্য খবর

Read More

Latest News