মুর্শিদাবাদ: মালদা (Malda) সীমান্ত থেকে গ্রেফতার অস্ত্রপাচাকারী। শনিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে পিস্তল এবং কার্তুজ সহ মালদা জেলার এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়া থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম মাসুদ শেখ।
আরও পড়ুন: উত্তপ্ত ভাঙড়, সবজি বিক্রেতাকে গুলি
কধৃতকে ভারত-বাংলাদেশ সীমান্তে চর এলাকা থেকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। এরপরই শুরু হবে জিজ্ঞাসাবাদ। তিনি মালদা থেকে মুর্শিদাবাদের সাগরপাড়ায় কেন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন, তার তদন্ত নেমেছে ইতিমধ্যেই সাগর পাড়া থানার পুলিশ।
দেখুন আরও খবর: