Home Scroll উত্তপ্ত ভাঙড়, সবজি বিক্রেতাকে গুলি

উত্তপ্ত ভাঙড়, সবজি বিক্রেতাকে গুলি

0

জাহাঙ্গীর হোসেন, ভাঙড়: গভীর রাতে ভাঙড়ে (Bhangar) সবজি ব্যবসায়ীকে (vegetable vendor) লক্ষ্য করে গুলি (Shoot)। চিত্ত ঘোষ নামে এক সবজি বিক্রেতা আহত। তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরজি করে (RG Kar) ভর্তি। চিত্তর বাড়ি চালতে বেরিয়া অঞ্চলের বামুনিয়াতে।

ঘটনাটি  ঘটেছে  সাতুলিয়া বেলেদানা বাজার কোচপুকুর রোডের উপরে । ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট ও উত্তর কাশিপুর থানার  পুলিশ।

আরও পড়ুন: কল্যাণী: বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন চিত্ত। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। চিত্ত ডান হাতে গুলি লাগে। দ্রুত তাঁকে স্থানাীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এই গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর: