Wednesday, October 8, 2025
HomeScrollস্ত্রী অলস জীবন কাটিয়ে স্বামীর কাছে খোরপোশ আদায় তারিফ যোগ্য নয়: ওড়িশা...

স্ত্রী অলস জীবন কাটিয়ে স্বামীর কাছে খোরপোশ আদায় তারিফ যোগ্য নয়: ওড়িশা আদালত

ভুবনেশ্বর: খোরপোশ মামলায় (Maintenance Case) বড়সড় অভিমত ব্যক্ত করল ওড়িশা আদালত (Orissa High Court)। কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, শিক্ষিত স্ত্রী অলস জীবন কাটানোর স্বার্থে স্বামীর কাছে খোরপোশ চাইবেন, এটা আইনি দৃষ্টিতে তারিফযোগ্য নয়।

অত্যন্ত শিক্ষিত স্ত্রীর কাজের কোনও ইচ্ছাই নেই। উল্টে জীবনযাপনের জন্য স্বামীর ঘাড়ে খোরপোশের দায় চাপাতে সচেষ্ট। এমন অভিমত দিয়ে পারিবারিক আদালত নির্দেশিত খোরপোশের পরিমাণ কমানোর নির্দেশ বিচারপতি গৌরীশঙ্কর শতপথীর (Justice Gauri Shankar Shatapathi) 

আরও পড়ুন: সাতসকালে ফের রাজ্যে ইডির হানা

আবেদনকারী স্বামীর বেতন ৩২৫৪১। সঙ্গে মা আছেন। অন্যদিকে স্ত্রী বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সহ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে ডিপ্লোমাধারী। সংবাদমাধ্যমে এক সময় কাজও করেছেন।

এই প্রেক্ষাপটে পারিবারিক আদালতের মাসিক ৮০০০ টাকা খোরপোশের নির্দেশ কমিয়ে হাইকোর্টে ৫০০০ টাকা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News