Thursday, August 28, 2025
HomeScrollআজ কেমন যাবে আপনার দিন, ভাগ্য কোন রাশির সহায় থাকবে

আজ কেমন যাবে আপনার দিন, ভাগ্য কোন রাশির সহায় থাকবে

মেষ: মেষ রাশির জন্য দিনটি ভালো যাবে। কোনও নতুন চ্যালেঞ্জ জীবনে আসবে। আর সেটা আপনি গ্রহণ করবে। আর্থিক বিষয়ে শুভ। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। সম্পত্তি ব্যবসা, বাণিজ্যের দিকে আরও মনোযোগ দিতে হবে। কোনও নিকট আত্মীয় বা বন্ধু আপনার ভালো ব্যবহারের সুযোগ নিতে পারেন। সতর্ক থাকুন। কাজের ফাঁকে নিজেকে সময় দিন যত্ন করুন। স্বাস্থ্য ভালো থাকবে।

 

বৃষ: বৃষ রাশির জন্য দিনটি মোটের উপর ভালো যাবে। হঠাৎ প্রাপ্তি যোগ। আপনি পরিবারের সঙ্গে অনেকদিন পর একটা ভালো সময় কাটাবেন। বিদেশ থেকে কোনও চাকরির সুযোগ আসতে পারে। কাজের পরিবেশ ভালো থাকবে। বসের সুনজরে থাকবে। কোনও কাজে হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না, বড়দের সঙ্গে প্রয়োজনে পরামর্শ করুন।  দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনও ভালো খবর শুনতে পারেন।

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে এই চার রাশির শুভ যোগ

মিথুন: এই রাশির জাতকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভালো হবে। কোনও আত্মীয় বা কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা মিটে যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেম জীবনে শান্তি বজায় থাকবে। তোমার কাজে ধৈর্য ও সাহস দেখাতে হবে। কাজের জায়গায় প্রশংসা পাবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। সারাদিনটা বেশ ভালো কাটবে।

 

কর্কট: এই রাশির জাতকদের তাদের কাজের উপর পূর্ণ মনোযোগ বজায় রাখতে হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সঞ্চয়ের চেয়ে ব্যয়ের দিকে মনোভাব বেশি থাকবে। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আর্থিকদিক ভেবে চিন্তে কাজ করা উচিত, না হলে বিপদে পড়তে হবে। আপনি কিছু পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারসূত্রে পাবেন, যা আপনার সম্পত্তিও বৃদ্ধি করবে। তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে।

 

সিংহ: আজ দিনটি খুব ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে দারুণ সময় কাটাবেন। সেই সঙ্গে আয় বাড়বে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ সর্দি, কাশি বা জ্বরের উপসর্গ দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে যা কিছু মতবিরোধ ছিল সব মিটে যাবে। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বেহিসেবি ব্যয় থেকে নিজেকে বিরত থাকুন।

 

কন্যা: আজ যে কাজে হাত দেবেন, সেই কাজে সাফল্য লাভ করবেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে নিজের পরিচিতি বাড়বে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ থাকলেও একটি প্রতিদ্বন্দ্বিতা থাকবে।  আপনার গৃহস্থালির কাজকর্ম নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন। যারা অবিবাহিত তারা তাদের সঙ্গীর সাথে দেখা করতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার নিলে, তা সহজেই ফেরত পাবেন। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ। পেটের সমস্যা একটু ভোগাতে পারে।

 

তুলা: আজ তুলা রাশির সারাদিন কর্মব্যবস্থার মধ্যে কাটবে। কাজের পরিবেশ অনুকূল। কোনও নিকট বন্ধুর ব্যবহার দুঃখ পেতে পারেন। হঠাৎ মাথা গরম করে কারুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা করে পদক্ষেপ নিন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবে। পরিকল্পনা সফল হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বাড়বে।

 

বৃশ্চিক: আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে যাবে। নিজের শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন। পুরনো কোনও শারীরিক যন্ত্রণা, ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে। গুরুজনদের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে কোন ক্ষেত্রে অসুবিধা হলে, সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। কোনও রাগ পুষে রাখবেন না। আর্থিক দিকে আজ ক্ষতির সম্ভাবনা।

 

ধনু: দিন ভালো যাবে। আধ্যাত্মিক দিকে মনযোগী হবেন। আত্মীয়দের সদুপদেশ আপনার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে আপনি উপকৃত হবেন। শিক্ষার্থীদের জন্য আজ দিনটি শুভ। আপনার বন্ধুরা আপনাকে কাজের বিষয়ে কিছু পরামর্শ দিতে পারে। আপনার আশেপাশের কারো সাথে বিরোধের সম্ভাবনা রয়েছে। সেই রকম বুঝলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।

 

মকর: কোনও দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি। ভাগ্য আপনার সহায় থাকবে।  পছন্দসই কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। চাকুরিজীবীদের দেশের বাইরে বদলি হওয়ার যোগ আছে। গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিবাহিতদের আজ দিনটি ভালো যাবে। একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, যা আপনার জন্য ভালো হবে। ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা সফল হবে।

 

কুম্ভ: আজ দিনটি অতিমাত্রায় সুখে। চাকরিতে উন্নতির যোগ, আয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে দাম্পত্য সুখে শান্তি আসবে জীবনে। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ। ইতিবাচক চিন্তাভাবনাই আপনার সুখের কারণ হবে।  আপনার মনে ধর্মীয় অনুভূতি থাকবে, সেই কারণেই আপনি দাতব্য কাজে এগিয়ে থাকবেন। আপনার আয় নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন, তবে আপনার খরচ সহজেই মেটানো হবে। শিক্ষার্থীরা নতুন কোর্সে ভর্তি হতে পারবে। আয় বুঝে ব্যয় করা ভালো।

 

মীন: দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটবে। অহেতুক কারুর সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি আপনার ব্যবসায় কোনও অংশীদারিত্বে প্রবেশ করেন, তাহলে তা আপনার জন্য ভালো হবে। কাজের ক্ষেত্রে আপনি নতুন চিন্তাধারা পাবেন যা আপনার আয় বৃদ্ধি করবে। পরিবারে নতুন অতিথির আগমনে পরিবেশ মনোরম হবে। দূর ভ্রমণে শান্তি পাবেন।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News