বীরভূম: বীরভূমের (Birbhum) দুবরাজপুরে দুটি জেরিকেন ভর্তি ৬০ টি তাজা বোমা উদ্ধার। দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের ধ-গ্রামে শাল নদীর ধারে চাষ জমির আলের পাশে দুটি জেরিকেন ভর্তি পোতা রয়েছে প্রচুর তাজা বোমা। পুলিশের অনুমান মাটিতে পোতা তাজা বোমার সংখ্যা প্রায় ৬০টি। ঘটনাস্থল ঘিরে রাখে দুবরাজপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ভারতে বিভিন্ন পদে নিয়োগ টেসলার!
খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তারা এসে দুটি জেরিকেন ভর্তি বোমাগুলো নিস্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, ধ-গ্রামের শাল নদীর ধারে নির্জন জায়গায় তাজা বোমা বাঁধা হয় এবং মাঠের পাশের আলে জেরিকেনে ভরে তা পুঁতে রাখা হয়। কারা এবং কি উদ্দেশ্যে এখানে বোমা বাঁধা করিয়েছে, কেনই বা তাজা বোমা এখানে পুঁতে রাখা হয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।
দেখুন আরও খবর: