Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollশনিদেবের উদয়ে ভাগ্য ঘুরবে চার রাশির! জেনে নিন আপনার রাশির আপডেট

শনিদেবের উদয়ে ভাগ্য ঘুরবে চার রাশির! জেনে নিন আপনার রাশির আপডেট

ওয়েব ডেস্ক : মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির ক্ষেত্রে আজ দিনটি শুভ। জেনে নিন স্বাস্থ্য থেকে প্রেম, অর্থ থেকে শিক্ষার দিক থেকে কেমন কাটবে চার রাশির ভাগ্য? চার রাশির ভাগ্য গণনার ফল বলে দিচ্ছে রাশিফল (Rashifal)। জেনে নিন কেমন কাটবে আপনার দিন (Daily Horoscope)?

মেষ: বন্ধুর স্বাস্থ্যের অবনতির কারণে এদিন দৌড়াদৌড়ির সম্ভবনা। টাকা নিয়ে কাউকে বিশ্বাস করবেন না। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। সন্তান পছন্দের কলেজে ভর্তি হতে পারে। পারিবারিক সমস্যারও আজ সমাধান হওয়ার সম্ভবনা, পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখবে।

আরও পড়ুন: আজ মহাশিবরাত্রি, দিনটি এই চার রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ

বৃষ: কথাবার্তার ক্ষেত্রে সংযম আনতে হবে। অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় বন্ধ করতে হবে। আপনার মা যদি কোনও বিষয়ে আপনার ওপর রেগে যান, তাহলে তাকে বোঝানোর জন্য আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এই রাশির পুরুষরা স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন।

মিথুন: সন্তানরা আজ কোনও নয়া দায়িত্ব পেতে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার যোগ। বিরোধীরা সক্রিয় থাকবে, তাই চলাফেরা সাবধানে করুন। অচেনা কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। পরিবারের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। পুরনো কোনও ভুল প্রকাশ্যে আসতে পারে।

কর্কট: সোমবার পর্যন্ত জরুরি কাজ স্থগিত রাখুন। কোনও কাজে বাধা এলে আপনার পরিবারের সহায়তায় সেগুলি কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। সম্পত্তির বিনিময়ে ঋণের জন্য আবেদন করলে সমস্যায় পড়ার যোগ। বাবা মায়ের আশীর্বাদে কোনও অমীমাংসিত কাজ শেষ হবে।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News