Tuesday, September 30, 2025
spot_img
HomeScrollনোবেল পেতে চলেছেন ইমরান খান?

নোবেল পেতে চলেছেন ইমরান খান?

ওয়েব ডেস্ক: জেল থেকে নোবেলের জন্য মনোনয়ন। ক্রিকেট পিচে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া থেকে শুরু করে, রাজনৈতিক জীবনে চরম ওঠাপড়া। এবার জেলবন্দি ইমরান মনোনীত হলেন নোবেল শান্তি পুরুস্কারের জন্য। মানবিধাকর এবং গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তান ওর্য়াল্ড অ্য়ালায়েন্স নামে একটি সংস্থা তৈরি হয়েছে। তাদের সঙ্গে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়েট সেন্ট্রামের সঙ্গে যোগাযোগ আছে। এই দলের তরফেই নোবেলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: চীনে গিয়ে ভারত নিয়ে পরচর্চা ইউনুসের

এই প্রথম নয়। ২০১৯ সালেও নোবেল শান্তি পুরুস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ইমরান। প্রতি বছর এরকম একাধিক মনোনয়ন জমা পড়ে নোবেল কমিটির কাছে। বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে জয়ী নির্বাচন করা হয়। মালালা ইউসুফজাইর সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন কৈলাশ সত্যার্থী। এবার সেভাবেই মনোনীত হয়েছে ইমরানের নাম।

দেখুন আরও খবর:

Read More

Latest News