Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গুণধর বাবা, চাঞ্চল্য বীরভূমে

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গুণধর বাবা, চাঞ্চল্য বীরভূমে

বীরভূম: বীরভূমে (Birbhum) এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তাঁর গুণধর বাবা। সদাইপুর থানার পুলিশের (Sadaipur Police Station) হাতে গ্রেফতার অভিযুক্ত। জানা গিয়েছে, প্রায় দু’মাস ধরে তার নিজের মেয়েকে হাত-পা বেঁধে ওষুধ (Medicine) খাইয়ে নির্মম অত্যাচার চালাত তাঁরই জন্মদাতা বাবা। তাঁর মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়।

দিনের পর দিন ওই অত্যাচার সহ্য করেছে ওই নাবালিকা। গত কয়েকদিন আগে মামারবাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। তারপর সে মামারবাড়ি থেকে আর বাড়ি ফিরতে রাজি ছিল না। ওই নাবালিকা কেন বাড়ি ফিরতে নারাজ সেই নিয়ে কৌতুহল শুরু হয় পরিবারের লোকেদের। আর এরপরেই উদ্ঘাটন হয় আসল রহস্য।

আরও পড়ুন: বৃষ্টি চললেও, ফের বাড়বে গরমের দাপট

গতকালই নাবালিকার পরিবারের তরফে সদাইপুর থানায় (Sadaipur Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ। আজ শুক্রবার তাকে সিউড়ি আদালতে (Suri Court) তোলা হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News