Friday, October 10, 2025
Homeযোগী রাজ্যে ‘অপারেশন সিঁদুর’ সেলফি পয়েন্ট ঘিরে তুমুল বিতর্ক, কেড়ে নেওয়া হল...

যোগী রাজ্যে ‘অপারেশন সিঁদুর’ সেলফি পয়েন্ট ঘিরে তুমুল বিতর্ক, কেড়ে নেওয়া হল ফোন

ওয়েবডেস্ক- যোগী রাজ্যে (Yogi Government)  ‘অপারেশন সিঁদুর’ সেলফি পয়েন্ট (‘Operation Sindoor’ selfie point) নিয়ে শুরু বিতর্ক। ওই জায়গায় সেলফি তোলার পরেই তিন যুবককে আটক করেছে পুলিশ। পুর কমিশনারের দাবি, ওই তিন যুবক খুনের হুমকি দিয়েছিল। এদিকে ওই যুবকের পাল্টা দাবি, তারা সেলফি তুলতে গিয়েছিলেন। কিন্তু সেই পয়েন্টে সেলফি তোলার পরেই তাদের ফোনগুলি কেড়ে নেন পুর কমিশনারের দেহরক্ষীরা। ফোনগুলি ফেরত চাইলেও পাঁচ হাজার টাকা চাওয়া হয়। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে যোগী রাজ্যে।

উল্লেখ্য, পহেলগামের (Pahalagam) ঘটনার পর থেকেই ভারত ও পাক সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানকে উচিত ‘অপারেশন সিঁদুর’ এয়ার স্ট্রাইক হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাক জঙ্গি ঘাঁটি। এই নিখুঁত অপারেশনে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।

আরও পড়ুন- বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধনে নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কৃতিত্বকে তুলে ধরা হয়েছে। এবার এই অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানাতে সেলফি পয়েন্ট তৈরি হল। মোরাদাবাদ পুরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে এই সেলফি পয়েন্ট। নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর  সেলফি পয়েন্ট’। ওই সেলফি পয়েন্টে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুটি বড় কাট আউট। অপারেশন সিঁদুরের বিবরণও দেওয়া হয়েছে।  ‘অপারেশন সিঁদুর’–এর বিবরণ দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে মোরাদাবাদ শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায়।

মোরাদাবাদ পুরনিগমের কমিশনার দিব্যাংশু প্যাটেল জানিয়েছেন, ‘‌ভারতীয় সেনার বীরত্বকে স্বীকৃতি দিতে তৈরি করা হয়েছে সেলফি পয়েন্ট।

দেখুন আরও খবর-

Read More

Latest News