Sunday, August 3, 2025
HomeScrollMake In India প্রজেক্টে নয়া সাফল্য, বিজ্ঞানীদের আবিষ্কার Sodium Ion Battery
Sodium Ion Battery

Make In India প্রজেক্টে নয়া সাফল্য, বিজ্ঞানীদের আবিষ্কার Sodium Ion Battery

লিথিয়ামের বিকল্প হিসাবে বাজারে আসছে সোডিয়াম আয়ন ব্যাটারি

Follow Us :

ওয়েবডেস্ক- মেক ইন ইন্ডিয়া (Make In India) প্রজেক্টের সাফল্যের মুকুটে সংযোজিত হল আরও একটি পালক। ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে এবার লিথিয়াম ব্যাটারির (Lithium battery) বিকল্প হিসাবে সোডিয়াম আয়ন ব্যাটারি বাজারে আসতে চলেছে। যা ভারতীয় বিজ্ঞানীদের মাধ্যমে নতুন যুগের সূচনা করতে চলেছে।

“জহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ” বা JNCASR এর বিজ্ঞানীরা সম্প্রতি একটি অত্যাধুনিক “sodium ion battery” তৈরি করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন- অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, রাহুলকে সমন আদালতের

বৈশিষ্ট্য-

# এই ব্যাটারি মাত্র ৬ মিনিটেই ৮০% চার্জ হতে সক্ষম

# তিন হাজার সাইকেল পর্যন্ত দীর্ঘস্থায়ী চার্জ প্রদান করে এই ব্যাটারি।

# লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় অত্যন্ত সস্তা ও পরিবেশ বান্ধব।

# আমাদের দেশে সহজলভ্য সোডিয়াম বা লবণ থেকেই এটি নির্মাণের মূল উপাদান পাওয়া যায়।

# এই ব্যাটারির উৎপাদনের জন্য মূল উপকরণ হিসাবে এমন একটি যৌগ ব্যবহার করেছেন যা বিদ্যুৎ পরিবাহিত ও স্থায়িত্ব দুই বৃদ্ধি করে।

# এই ব্যাটারিগুলি ভবিষ্যতের ইভিএস গ্রিড স্টোরেজ ও পোর্টেবল ডিভাইসের জন্য একটি বড় গেম চেঞ্জার হয়ে উঠতে চলেছে।।

# লিথিয়াম খুব ব্যয়বহুল ও আমদানি নির্ভর মেটিরিয়াল। যেখানে এই প্রযুক্তি ভারতের জন্য স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করতে পারে।

# পরিবেশে কার্বন নির্গমন কমানোর পথে এটি একটি বিশাল পদক্ষেপ, সমগ্র পৃথিবীর কাছে।

এই সোডিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণরূপে বাজারে চলে এলে অপেক্ষাকৃত সস্তা, সহজ যোগ্য মেটেরিয়াল, পরিবেশ বান্ধব প্রোডাক্ট বা ব্যাটারি হিসাবে পৃথিবী জুড়ে এর বিপণন শুরু হয়ে যাবে।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39