Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানের ৬৫ মিনিটের অ্যাটাক! ইজরায়েলের খেলা শেষ?

ইরানের ৬৫ মিনিটের অ্যাটাক! ইজরায়েলের খেলা শেষ?

ওয়েব ডেস্ক: যুদ্ধের আবহে ফের উত্তাল মধ্যপ্রাচ্য (Middle East)। শুক্রবার ভোরে ইরানের (Iran) পরমাণু ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইজরায়েল (Israel)। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পাল্টা জবাবে আকাশপথে আগুনের গোলা বর্ষিয়ে ইজরায়েলকে কাঁপিয়ে দেয় তেহরান। ইরানের তরফে মাত্র ৬৫ মিনিটে ছোড়া হয় প্রায় ৩০০টি ব্যালিস্টিক মিসাইল। তেল আভিভ ও জেরুজালেমের মতো শহরগুলিতে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিক রিপোর্ট।

ইজরায়েলি সেনার (IDF) তরফে জানানো হয়েছে, রাতেই সক্রিয় করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তেল আভিভের সেই বিশেষ দফতর—যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনা আধিকারিকরা যুদ্ধ পরিকল্পনা তৈরি করেন—সেটিকেও নিশানা করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, এই হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’। রেভোলিউশনারি গার্ডের দাবি, ইজরায়েলের সেনাঘাঁটিই ছিল তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন: ভেঙে গেল ইরান-আমেরিকা আলোচনা, এবার কী করবেন ট্রাম্প?

অন্যদিকে, আমেরিকা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কূটনৈতিক উদ্যোগে সহায়তা করছে। পেন্টাগনের দাবি, ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই প্রতিহত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ এক বিবৃতিতে বলেন, “ইরান এবার সব সীমা ছাড়িয়েছে। নিরীহ সাধারণ মানুষকে নিশানা করেছে তারা।”

ইজরায়েল ও ইরানের পরস্পরের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পূর্ণ সম্ভাবনা জেগে উঠেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর গোটা বিশ্বের।

দেখুন আরও খবর:

Read More

Latest News