Sunday, August 3, 2025
HomeScrollপুনেতে ভাঙল ব্রিজ, ডবল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু ৬ নাগরিকের, দেখুন কী অবস্থা
Pune Bridge collapse

পুনেতে ভাঙল ব্রিজ, ডবল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু ৬ নাগরিকের, দেখুন কী অবস্থা

সেতু বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us :

ওয়েবডেস্ক- মহারাষ্টের (Maharashtra) পুনেতে (Pune) সেতু বিপর্যয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৩২ জন আহত বলে খবর। জানা গেছে, পুনে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়েছে। ফলে বহু মানুষের জলের তোড়ে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন, মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন (Maharashtra Minister Girish Mahajan) । সেতু বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পুনের দেহু জেলায় অবস্থিত কুন্দমালা এলাকায় অবস্থিত এই সেতুটি পর্যটকদের কাছে অতি জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ এখানে বেড়াতে আসেন। বিশেষত বর্ষার সময় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। রবিবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ মানুষ এখানে এসেছিলেন। দুপুর তিনটে নাগাদ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানে ১৫ থেকে ২০ জন পর্যটক ছিলেন।

আরও পড়ুন- বিগ ব্রেকিং, হেলিকপ্টার দুর্ঘটনার পরেই বন্ধ চার ধাম যাত্রা, কতদিনের জন্য?

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে এখনও পর্যন্ত ৮ পর্যটককে উদ্ধার করা সম্ভব হলেঈ আরও ২ জন আটকে আছে। এই দুইজনই মহিলা। বহু পর্যটক জলের তোড়ে ভেসে গিয়েছে, তাঁদের খোঁজে চিরুণী তল্লাশি শুরু হয়েছে। ইন্দ্রায়নী নদী এমনিই খরস্রোতা। বর্ষার সময় এর রূপ আরও ভয়ংকর হয়ে ওঠে। জানা গেছে, সেতুটি বেশ কিছ্য বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার-পাঁচ বছর আগে সেতুটি সংস্কার করা হয়েছিল কিন্তু তার পর থেকে আর সেতুটির উপর আর বিশেষ নজর দেওয়া হয়নি।

পুনে গ্রামীণ মাভাল এলাকায় সেতু ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে। পুনে এবং পিম্প্রি চিঞ্চওয়াদে কমলা সতর্কতা জারি রয়েছে। ঘাট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

দেখুন ভিডিও-

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39