Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবন্যা পরিস্থিতি গুজরাট ও মহারাষ্ট্রে, দেশজুড়ে সতর্কতা জারি

বন্যা পরিস্থিতি গুজরাট ও মহারাষ্ট্রে, দেশজুড়ে সতর্কতা জারি

ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট (Gujrat) ও মহারাষ্ট্র (Maharastra)। গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই রাজ্যে। এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে  সেখানকার জনজীবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই দুই রাজ্য সহ একাধিক রাজ্যে ভার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশপাশি ২৫ জুন পর্যন্ত উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্যও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

সূত্রের খবর, গুজরাটের অবস্থা ভয়াবহ। বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাট, ভালসাদ ও ভারুচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই গুজরাটে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

আরও পড়ুন : চিন্নাস্বামীর ঘটনায় বোধোদয়, ভিড় নিয়ন্ত্রণে বিল আনার প্রস্তাব কর্নাটক সরকারের

এছাডা়ও, মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। ইতিমধ্যেই লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে মহারাষ্ট্রের (Maharastra) বিভিন্ন এলাকায়। এ ছাড়াও, থানে, রায়গড়, মুম্বই, নাসিক এবং রত্নাগিরি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রায়গড় জেলায় আম্বা ও কুন্ডলিকা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জানা গিয়েছে। পুনের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে।এছাড়াও, নাসিকে গোদাবরী নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভূমিধস এবং রাস্তায় জল জমার কারণে যান চলাচল প্রবল ভাবে ব্যাহত হয়েছে।

আইএমডি সূত্রে খবর, আগামী ২৫ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড় জম্মু – কাশ্মীর, লাদাখ, রাজস্থান ও উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায়ও বৃষ্টির পূর্বাভস জারি করা হয়েছে। আগামী ৭ দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তরফে দেশের নাগরিকদের বন্যা প্রবণ ও নিচু এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News