Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeঅলিম্পিকে স্বপ্নভঙ্গ, সেই প্যারিসেই সোনা জিতলেন নীরজ চোপড়া

অলিম্পিকে স্বপ্নভঙ্গ, সেই প্যারিসেই সোনা জিতলেন নীরজ চোপড়া

ওয়েব ডেস্ক: প্যারিসেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন, সেই প্যারিসের (Paris) মাটিতেই সোনা ছুঁয়ে ফের একবার নিজেকে প্রমাণ করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক পদক নয়, ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলেন ভারতের জ্যাবলিন সেনসেশন। শুক্রবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে (Diamond League 2025) দুরন্ত পারফরম্যান্স করে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। প্রথম থ্রোতেই তাঁর জ্যাবলিন ৮৮.১৬ মিটার দূরত্ব অতিক্রম করে। এটিই ছিল গোটা প্রতিযোগিতার সেরা থ্রো, যা থেকে নিজের সোনালি স্বপ্ন পূরণ করেন নীরজ।

পরে অন্যান্য দেশের অ্যাথলিটরা সর্বশক্তি প্রয়োগ করেও টপকাতে পারেননি নীরজকে। ডায়মন্ড লিগের নির্নায়ক মুহূর্তে দোহা ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন জার্মান তারকা জুলিয়ান ওয়েবারের জ্যাবলিন ৮৭.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করে। ফলে তাঁকে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়। তৃতীয় স্থানে শেষ করেন ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা। এই ব্রাজিলিয়ান তারকার সেরা থ্রো ছিল ৮৬.৬২ মিটার।

আরও পড়ুন: লিডসে অনবদ্য হাফ-সেঞ্চুরি! ধোনিকে টপকে শীর্ষে ঋষভ পন্থ

যদিও প্যারিস ডায়মন্ড লিগ খেতাব জয় নীরজের কাছে মোটেই সহজ ছিল না। কারণ জ্যাবলিন থ্রো খেলার জন্য অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়াররা। এতে জ্যাবলিন ছুড়তে দেখা যায় অ্যান্ডারসন পিটার্স, আন্দ্রিয়ান মারদারে, কেশোরন ওয়ালকট, জুলিয়াস ইয়েগো-র মতো তারকাদের। কিন্তু তাঁদের সবাইকে পিছনে ফেলে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন নীরজ।

গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটার পার করে ইতিহাসে নাম লিখিয়েছিলেন তিনি। তৃতীয় চেষ্টায় ছুঁড়েছিলেন ৯০.২৩ মিটার। কিন্তু সেদিন শিরোপা অধরা থেকে গিয়েছিল। দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন তিনি। এরপর পোল্যান্ডে জানুসজ কুসোসিনকি মেমোরিয়াল প্রতিযোগিতাতেও দ্বিতীয় হন তিনি। সেই দুই ব্যর্থতার যন্ত্রণা ঝেড়ে ফেলে প্যারিসে নতুন উদ্যম নিয়ে লড়লেন ভারতের এই সোনার ছেলে। আর তাতেই এল সোনালি সাফল্য।

দেখুন আরও খবর: 

Read More

Latest News