Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

ওয়েব ডেস্ক: পহেলগাম হামলার (Pahalgam Attack) দুমাসের মাথায় অবশেষে বড় সাফল্য পেল এনআইএ (NIA) । হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রের খবর, এই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করেছে।

প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, ওই দুই লস্কর জঙ্গি কাশ্মীরের (Kashmir) বাসিন্দা হলেও আদতে তারা পাকিস্তানি নাগরিক। দুজনের লস্কর-ই- তৈবার (lashkar – e – Taiba) সদস্য। ভারতে হামলার ছক কষে বহুদিম আগেই কাশ্মীরে (Jammu Kashmir) ঘাঁটি গাড়ে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: কখনই চালু হবে না সিন্ধু জলচুক্তি! পাকিস্তানকে বড় বার্তা অমিত শাহর

পহেলগাম হামলার দুমাস পেড়িয়েছে। এখনও ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর ছবি চোখে ভাসে। কানে আসে গুলির শব্দ। যদিও ৭ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বেশ কিছু জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এখনও মূল হামলাকারীদের নাগাল মেলেনি। তবে এবার এনআইএ আধিকারিকরা মনে করছেন, দুই জঙ্গিকে জেরা করে মূল অভিযুক্তদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, পহেলগাম হামলার তদন্তে বড় সাফল্য মিলেছে। পারভেজ আহমেদ জোঠার নামের এক জঙ্গি কাশ্মীরের বাতকোটের এবং বসির আহমেদ জোঠার নামের ওপর জঙ্গি হিলপার্কের বাসিন্দা, দুজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই দুই জঙ্গি পহেলগাম-র হিলপার্ক এলাকায় জঙ্গিদের আশ্রয় দিয়েছিল।

দেখুন আরও খবর

Read More

Latest News