ওয়েব ডেস্ক: তখন বিমান আকাশে উড়ছে। আর সেই বিমানে পাইলটের(Pilot) বেশে বিরাট কোহলি(Virat Kohl)। আর বিমান সেবিকা জেনেলিয়া ডি’সুজা(Genelia D’Souza)। পাইলটের কেবিনে ঢুকেই দরজা বন্ধ করে বিরাটের পাশে বসে ঘনিষ্ট মুহূর্তে ধরা দিলেন অভিনেত্রী। জেনেলিয়া। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ব্যাপারটা কি!
বিমান কেঁপে উঠেছে, দুর্ঘটনার ভয় আটকে উঠেছেন যাত্রীরা! এমনই একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছিল নামিদামি একটি ঘড়ি কোম্পানির বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপন নিয়ে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। যে সময় এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় এক যুগ আগের এই বিজ্ঞাপন ভিডিও সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল হয়েছে।
কিছুদিন আগেই আমেদাবাদে এত বড় বিমান দুর্ঘটনার পর বিমানের মধ্যে এমন দৃশ্যের অবতারণা হওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞাপনের পুরনো এই ভিডিওটি পুনরায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলন্ত বিমানের মধ্যে বিমানচালক এবং বিমান সেবিকার মধ্যেকার এই রোমান্স সমীকরণ দেখে দর্শকরা ক্ষুব্ধ।
উল্লেখ্য যে নেটিজেনরা এমন বিজ্ঞাপন দেখে অবাক হয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন বিরাট এবং জেনেলিয়া এমন দায়িত্বজ্ঞানহীন বিজ্ঞাপনে অভিনয় করলেন কি করে!
অনেকের মতেই বিমান চালক এবং বিমান সেবিকার ক্ষেত্রে এই বিজ্ঞাপন অত্যন্ত লজ্জা জনক। যুবসমাজের কাছে এই বিজ্ঞাপন ভুল বার্তা দেয়। অনেকেই অভিনেত্রী জেনেরিয়া রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন আপনি এইরকম মানসিকতা নিয়ে কিভাবে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিবারের বৌমা হয়েছেন! বিজ্ঞাপনটি যদিও অনেক আগের তবুও নেটিজেনরা বিরাট কিংবা জেনালিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে কসুর করেনি। অনেকেই আবার মাঝআকাশের এই দৃশ্যকে বিরাট জেনালিয়ার ‘এরোপ্লেন সেক্স'(‘Aeroplane sex’) বলে অভিহিত করেছেন।
অনেকে অবশ্য এটিকে ‘নিছকই অভিনয়’ বলে উড়িয়ে দিয়েছেন। নেটিজেনদের অনেকেই বিজ্ঞাপনটি সম্প্রচার বন্ধের দাবি তুললেও ইউটিউবে এখনো বিজ্ঞাপনটি দেখা যায়।