Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভোটের গণনার মধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে আগুন

ভোটের গণনার মধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে আগুন

কলকাতা: সোমবার কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে যখন তৎপরতা বেড়েছে কলকাতায় কমিশনের দফতরে (Election commission office)। প্রতি মুহূর্তে ঢুকছে নতুন নতুন আপডেট। সেই আবহে নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন (Fire Election commission office) লাগে। উপনির্বাচনের গণনার মধ্যেই তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হল কর্মী-আধিকারিকদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের দোতলায় ডেটা সেন্টারে আগুন লাগে। তবে কী ভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়।

একদিকে সপ্তাহের প্রথম কাজের দিনে অন্যদিকে কালীগঞ্জের উপনির্বাচনের গণনা চলছে ফলে চরম ব্যস্ততা ছিল কমিশনের দফতরে। গণনার পরিসংখ্যান জানতে কমিশনের উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। এই পরিস্থিতিতে দোতলার তথ্যকেন্দ্র থেকে আচমকাই আগুন বেরিয়ে আসতে দেখা যায়। ধোঁযায় ঢেকে যায় দফতর। তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হয় সব আধিকারিককে। নীচে নেমে আসেন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালও। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা দফতর। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। আগুন কমিশনের একতলায় অবস্থিত বামার লরি ডেটা সেন্টার রুমেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থ উপস্থিত দমকল বাহিনী।

আরও পড়ুন: উত্তাল বিধানসভা, সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, মার্শাল ডেকে বের করা হল

অন্য খবর দেখুন

Read More

Latest News