Thursday, November 6, 2025
Homeআধুনিক ও শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে মুক্তি পেল আসন্ন বাংলা ছবির গান

আধুনিক ও শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে মুক্তি পেল আসন্ন বাংলা ছবির গান

কলকাতা: সঙ্গীত আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শুধুমাত্র মনের প্রশান্তি দেয় না বরং আমাদের সুখী রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমন পরিস্থিতিতে প্রতি বছর বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় । প্রতি বছর ২১জুন বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় । এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল সঙ্গীতের গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানো ।

আরও পড়ুন:কেমন হল ‘রবীন্দ্র কাব্য রহস্য’?

বাংলার বিভিন্ন প্রান্ত থে কে আধুনিক ও শাস্ত্রীয় সংগীতের শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের মুগ্ধ করলেন। সম্প্রতি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে'(World Music Day) উপলক্ষে বিধান নগরের হেভেন ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিত হলো এই মনোঞ্জ অনুষ্ঠান।


অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেছেন দেবশ্রী ঘোষ,স্বস্তিকা ব্যানার্জি,অ্যানি আহমেদ, চন্দ্রানী চন্দ্রা,সুদক্ষিণা দে, মেহেকা এবং দিশা দে। অনুষ্ঠানে শিলিগুড়ির কবি জয়ন্ত দে গীত সঙ্গীতের আঙ্গিকে একটি আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন ছবি ‘ম্যাজিক পেন'(Magic Pen) এর দল। ছিলেন ছবির পরিচালক অরদীপ্ত দাশগুপ্ত এবং অভিনেতা নুর আলম ও অন্যান্যরা। যথেষ্ট আনন্দঘন ও সুরময় এই অনুষ্ঠানে ছবির দুটি গান আত্মপ্রকাশ করে।

Read More

Latest News