Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকালীগঞ্জে জয়ের পর বিরাট বার্তা মমতার

কালীগঞ্জে জয়ের পর বিরাট বার্তা মমতার

কলকাতা: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (TMC candidate win, Kaliganj by-election) বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। কালীগঞ্জ উপনির্বাচনে শাসক শিবিরের জয় প্রত্যাশিতই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণনার ইঙ্গিতও সেদিকে। সোমবার কয়েক রাউন্ড গণনা এগোতেই তৃণমূলের প্রার্থী নতুন অঙ্ক নথিভুক্ত করলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল শাসকদল, উপনির্বাচনে সেই হার বাড়ল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন যেন অ্যাসিড টেস্ট ছিল শাসক ও বিরোধী দলগুলির কাছে।

উপনির্বাচনের ফলাফল নিয়ে যে তথ্য সামনে আসছে, তা থেকে তৃণমূলের বড় ব্যবধানে জয় ২৬ এর নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের কাছে বাড়তি মাইজেল পেল। বিধানসভা ভোটের আগে নিজেদের মনোবল আরও বাড়িয়ে নিল শাসক শিবির। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের ৩৮ বছরের কন্যা আলিফা আহমেদ এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কালীগঞ্জ বিধানসভায় তৃণমূলকে জেতানোর জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম , সব জাতি- বর্ণ ও সর্ব স্তরের মানুষ সর্বাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আর্শিবাদ করেছেন। আমি নত মস্তকে তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ।

আরও পড়ুন:  স্লোগানেই হার, নাকি সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব?

একই সঙ্গে মমতা লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

দেখুন ভিডিও

Read More

Latest News