Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeস্মার্ট মিটার বদলের দাবিতে বিদ্যুৎ দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভ

স্মার্ট মিটার বদলের দাবিতে বিদ্যুৎ দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভ

নদিয়া: মধ্যবিত্ত মানুষের এখন আতঙ্ক একটাই, স্মার্ট মিটার। জীবন প্রায় ওষ্ঠাগত, কী করবেন বুঝে উঠতে পারছেন না। আর এই সময়ই স্মার্ট মিটার বদলের দাবিতে নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দফতরের সামনে দাফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে আন্দোলনে নামে সাধারণ মানুষ।

নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ দফতরের তরফে লাগানও হয়েছে স্মার্ট মিটার। সেই স্মার্ট মিটারের বিল দিতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে একাধিক পরিবার। অনেকের কাছেই আতঙ্কের নতুন নাম এই স্মার্ট মিটার। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য বারাবার বিদ্যুৎ দফতরে জানালেও সমাধান হয়নি। অভিযোগ, কোনওরকম কর্ণপাত করেনি বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। মঙ্গলবার বিদ্যুৎ দফতরের সামনে ফের বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এদিন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে দফায় দফায় আন্দোলন দেখায় সাধারন মানুষ।

আরও পড়ুন: কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার ৪

প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক পরিবার অভিযোগ জানিয়েছেন, যে স্মার্ট মিটার বসানোর পর থেকে তাদের বিদ্যুৎ বিল এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন আগের পুরনো মিটার ফের বসাতে হবে। তবুও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা লাগাতার বসিয়ে যাচ্ছে স্মার্ট মিটার। তিনি আরও বলেন, শুধু রাজনীতির উদ্দেশ্য নয় অসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই তাঁর একমাত্র লক্ষ্য। স্মার্ট মিটার বদলানোর জন্য যতদূর যেতে হয় তিনি ততদূর যাবেন।

মঙ্গলবার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন স্থানীয়রা। এরপরও যদি স্মার্ট মিটার বদলের সিদ্ধান্ত বিদ্যুৎ দফতর না নেয় তাহলে আগামী দিনে লাগাতার প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অরিন্দম ভট্টাচার্য। এখন দেখার সাধারণ মানুষের নতুন জীবন যন্ত্রণা কত দিনে সমাধান হয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News