Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপ্রজাপতি ২ –এ কী থাকছেন মিঠুন চক্রবর্তী?

প্রজাপতি ২ –এ কী থাকছেন মিঠুন চক্রবর্তী?

ওয়েব ডেস্ক: ২০২৪ যেন অভিজিৎ-দেব-অতনুর ব্যাতিক্রমী বছর। গত তিন বছর ধরে দর্শকদের প্রতি শীতেই নতুন ঝলক দিয়ে এসেছেন তারা। টলিউডে এক কথায় তাঁদের ব্রক্ষ্মা-বিষ্ণু-মহেশ্বর বলেই ডাকা হয়। প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। মঙ্গলবার তিন জনের মুখেই চওড়া হাসির দেখা মিলল। সেই হাসির রেশ দেখা গেল সমাজমাধ্যমেও।

মঙ্গলবার সমাজমাধ্যমে দুটি ছবি পোষ্ট করেছেন দেব। যেখানে দেখা যাচ্ছে, জমজমাটি একটি বৈঠক চলছে। আর ক্যাপশনে লেখা ‘হোয়াট নেক্সট, প্রজাপতি ২’। তাহলে কী শীঘ্রই শুরু হতে চলেছে প্রজাপতি ২–র শুটিং। প্রথমে জানা গিয়েছিল, বাংলাদেশের তাসনিয়া ফারিন প্রজাপতিতে দেবের নায়িকা হবেন। কিন্তু ভিসার কারণে ভারতে আসা বাতিল হয় ফারিনের। এবার প্রজাপতি ২-এ দেবের নায়িকা হবেন ছোট পর্দার নায়িকা জ্যোর্তিময়ী কুণ্ডু।

আরও পড়ুন: এবার ‘ট্র্যাজিক ক্যুইনে’র বায়োপিকে কিয়ারা!

জানা গিয়েছে, সব ঠিক থাকলে জুলাই মাসের প্রথম দিকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। কলকাতার পাশাপাশি ছবির শুটিং হবে লন্ডনেও। এ দিকে বিশ্ব জুড়ে অস্থিরতা। স্বাভাবিক নয় বিমান চলাচল। কী করে বিদেশে শুটিং হবে? খবর, এ দিনের বৈঠকে সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে এই ছবিতে কে কে আছে, তা এখনও পর্যন্ত পরিস্কার নয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News