Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইংল্যান্ড সফরে কতগুলি টেস্ট খেলবেন বুমরা? জানিয়ে দিলেন গম্ভীর

ইংল্যান্ড সফরে কতগুলি টেস্ট খেলবেন বুমরা? জানিয়ে দিলেন গম্ভীর

ওয়েব ডেস্ক: ক্রিকেটের সব ফরম্যাটে ভারতীয় দলের ‘ব্যাকবোন’ হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সাদা হোক বা লাল বলের ক্রিকেট- বুমরা একইভাবে দাপট দেখান বাইশ গজে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) প্রথম ম্যাচেও একইভাবে সফল তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও প্রথম ইনিংসে পাঁচ ইংরেজ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বুমরা। কিন্তু তা সত্ত্বেও প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)।

আগামী ২ জুলাই বার্মিংহামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে যে বুমরাকে খেলানো হবে, তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু সিরিজের বাকি চার টেস্টের সবকটিতে তাঁকে পাবেনা টিম ইন্ডিয়া। সম্প্রতি সেকথা নিশ্চিত করেছেন খোদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের পরধান কোচ বুমরাকে এই সিরিজে খেলানোর প্রসঙ্গে বলেন, “পরিকল্পনা বদলাব না। আমাদের কাছে বুমরার ওয়ার্কলোড সামলানো জরুরি। আগামী দিনে অনেক ক্রিকেট খেলতে হবে। আমরা জানি বুমরা কতটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে আসার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওকে তিন টেস্টে খেলানো হবে।”

আরও পড়ুন: কেউ হারেনি, হেডিংলিতে জিতল টেস্ট ক্রিকেট

লিডস টেস্টে হারলেও ভারতীয় ব্যাটাররা মোট পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে ঋষভ পন্থ একাই একজোড়া শতরান করেছেন। একাধিক নজিরও গড়েছেন তিনি। তবে ঋষভকে নিয়ে বিশেষ উৎসাহ দেখাননি গুরু গম্ভীর। বাদবাকি ব্যাটারদের দরাজ প্রশংসা করেছেন তিনি। ম্যাছ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, “আরও তিনটে শতরান তো হয়েছে। ওগুলোও ম্যাচের ইতিবাচক দিক।”

তবে এই টেস্টে হারলেও এতে ভেঙে পড়ার মতো কিছুই দেখছেন না গৌতি। তাঁর মতে, “মানুষ ব্যর্থও হয়। ব্যাপারটা হতাশার। ওরা নিজেরাও হতাশ। ওরা জানে যে সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথম ইনিংসে ৫৭০, ৫৮০ রান তুলতে পারলে আরও দাপট দেখাতে পারতাম। ওরা নেটে পরিশ্রম করছে না এমনটা নয়। তবে কখনও সখনও এরকম হয়ে যায়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News