Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeট্রাম্পকে ‘ড্যাডি’ বলে ডাকলেন NATO প্রধান, কেন জানেন?

ট্রাম্পকে ‘ড্যাডি’ বলে ডাকলেন NATO প্রধান, কেন জানেন?

ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ‘ড্যাডি’ বলে সম্বোধন করলেন ন্যাটোর (NATO) সেক্রেটারি জেনারেল মার্ক রুত্তে (Mark Rutte)। নেদারল্যান্ডে ‘ন্যাটো সম্মেলন, ২০২৫’-এর (NATO Summit 2025) এই ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে। কিন্তু কেন আমেরিকার প্রেসিডেন্টকে ‘বাবা’র স্থানে বসালেন ন্যাটোর প্রধান? আদতে আমেরিকা কি এটাই বোঝাতে চাইছে যে, তারাই ‘ইউনিভার্স বস’? নাকি নিছকই মজার ছলেই ঘটেছে পুরো ঘটনা? চলুন সবটা একটু বিস্তারে জেনে নেওয়া যাক।

‘ন্যাটো সম্মেলন, ২০২৫’-এর পর এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “ওরা (ইজরায়েল ও ইরান) একেবারে স্কুলের মাঠে মারামারি করা দুই শিশুর মতো আচরণ করছে। প্রথমে দু-তিন মিনিট লড়তে দিতে হয়, তারপরই শান্ত হয়ে যায়। এই সময় একজন অভিভাবকের মতো এগিয়ে গিয়ে কড়া ভাষায় বোঝাতে হয়।” মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের মাঝেই ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুত্তে রসিকতার সুরে বলেন, “আর সেই দায়িত্ব তো ড্যাডিরই নিতে হয়।” জবাবে ট্রাম্প হেসে বলেন, “আর সেক্ষেত্রে ড্যাডিকে এগিয়ে আসতেই হয়। কড়া কথা বলতে হয়।”

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে শেষ হাসি হেসেছে ইরান! বিরাট দাবি খামেনির

জবাবে ফের ট্রাম্প বলেন, “তোমাকে কঠোর ভাষা ব্যবহার করতে হবে। মাঝে মাঝেই একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করতেই হবে।” এর আগে এক লাইভ টিভি অনুষ্ঠানে ‘অশ্লীল শব্দ’ বলার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ট্রাম্পকে। তবে এবার সেই সুযোগ রাখলেন না ট্রাম্প। এর পরেই এদিন তিনি বলেন, “উনি আদর করেই আমাকে ওই নামে ডেকেছেন। ড্যাডি, তুমি আমার ড্যাডি!”

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই হোয়াইট হাউস একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, সম্মেলনের পর দেশে ফেরার সময় ট্রাম্প বিমানে উঠছেন, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ২০১০ সালে আশারের জনপ্রিয় ‘হে ড্যাডি’ গানটি। এই ভিডিওতেই যেন ট্রাম্পের ‘ড্যাডি’ ইমেজকে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইল হোয়াইট হাউস।

দেখুন আরও খবর:

Read More

Latest News