Thursday, October 9, 2025
Homeফের লাইনচ্যুত ট্রেন, ভেঙে গেল লাইনের একাংশ

ফের লাইনচ্যুত ট্রেন, ভেঙে গেল লাইনের একাংশ

ওয়েব ডেস্ক: ফের লাইনচ্য়ুত ট্রেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। জানা গিয়েছে, তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, সেই বিষয়ে কোনও খবর পাওয়া যায় নি।

জানা গিয়েছে, শনিবার ভোরে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার একটু পরেই আচমকা বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাঁদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় নাকি লাইনের একাংশ ভেঙেও যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন : নিরাপত্তা আইনের অপব্যবহার, সুপ্রিম ভর্ৎসনা মধ্যপ্রদেশ সরকারকে

করমণ্ডলের থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অতীতের ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও চোখে ভাসে সকলের। তবে এই চিত্তেরি স্টেশনে ২০১১ সালের ট্রেন দুর্ঘটনার খবর এত বছর পর এদিন আবারও উসকে দিয়েছে। ২০১১ সালে এই স্টেশনেই দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ১১ জন যাত্রী। শনিবারের এই ঘটনার পর ফের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

দেখুন খবর

Read More

Latest News