Friday, October 10, 2025
Homeএইসব মোবাইলে আর চলবে না Google Chrome! দেখুন তালিকা

এইসব মোবাইলে আর চলবে না Google Chrome! দেখুন তালিকা

ওয়েব ডেস্ক: আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হন এবং মোবাইলে যদি গুগল ক্রোম (Google Chrome) অ্যাপটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কারণ, এবার বেশ কিছু মোবাইলে চলবে না এই ইন্টারনেট ব্রাউজারটি। সম্প্রতি, গুগল ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড-৮ (Android Oreo) এবং অ্যান্ড্রয়েড-৯ (Android Pie) অপারেটিং সিস্টেমে চালিত মোবাইল বা ট্যাবে আর গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করবে না।

কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়ে গুগল? এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড-৮ এবং অ্যান্ড্রয়েড-৯ অনেক পুরনো হয়ে গিয়েছে। এই অপারেটিং সিস্টেমে সফটওয়্যার সাপোর্ট বজায় রাখা এখন নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। তাই গুগল এবার ন্যূনতম অ্যান্ড্রয়েড-১০ থেকেই ক্রোমের আপডেট দেবে। ফলে যাঁদের ফোনে এখনও অ্যান্ড্রয়েড-৮ বা অ্যান্ড্রয়েড-৯ রয়েছে, তাঁরা আর কোনও সিকিউরিটি আপডেট পাবেন না।

আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে Jio-র গ্রাহক সংখ্যা, মন্দায় ডুবছে Vi, BSNL

সেই কারণে যাঁরা এখনও অ্যান্ড্রয়েড-৮ বা অ্যান্ড্রয়েড-৯ চালিত ফোন ব্যবহার করছেন, তাঁদের মোবাইলে ক্রোম চলবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে নিরাপদে ব্রাউজিং করার সুযোগ থাকবে না। ফলে যেকোনও সময় হ্যাক বা ডেটা লিকের ঝুঁকি বেড়ে যাবে। অর্থাৎ, ব্যাঙ্কিং, ব্যক্তিগত অ্যাকাউন্ট, অফিসিয়াল কাজ বা সোশ্যাল মিডিয়া অ্যাপের সুরক্ষা নড়বড়ে হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিরাপত্তা ছাড়া ক্রোম ব্যবহার করা মানে নিজের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে তুলে দেওয়া।

তথ্য বলছে, এখনও প্রায় ৬ শতাংশ মানুষ অ্যান্ড্রয়েড-৯ এবং প্রায় ৪ শতাংশ মানুষ অ্যান্ড্রয়েড-৮ বা ৮.১ ব্যবহার করেন। সংখ্যাটা খুব একটা কম নয়, আর এইসব ইউজারদের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকি থেকে যাচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News