Tuesday, September 23, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeউত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ অনেকে, দেখুন কী অবস্থা

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ অনেকে, দেখুন কী অবস্থা

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় (Uttarakhand’s Uttarkashi District) মেঘ ভাঙা বৃষ্টিতে (Cloudburst) একটি নির্মাণাধীন হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৯ জন শ্রমিক নিখোঁজ (Missing) হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল শনিবার রাত ২ঃ১২ নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তহসিল বারকোটের পালিগড়-শিলাই ব্যান্ডের (Paligad-Silai Band in Tehsil Barkot) কাছে এই মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) এবং পুলিশের দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরও পড়ুন: ছুটির দিন প্রবল দুর্যোগ! নিম্নচাপের দাপটে ভাসবে ১০ জেলা

উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাহাড় থেকে ধ্বংসস্তূপ পড়ে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শনিবার অবিরাম বৃষ্টিপাতের কারণে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুঙ্কাতিয়া সড়কে চলাচল সীমিত করা হয়েছে। কেদারনাথ ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য এই পথটি মূল স্থান হিসেবে কাজ করে।

দেখুন অন্য খবর

Read More

Latest News