Tuesday, September 23, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভোটের আবহে মুর্শিদাবাদের বাড়ছে আতঙ্ক, চলছে অস্ত্রের আমদানি!

ভোটের আবহে মুর্শিদাবাদের বাড়ছে আতঙ্ক, চলছে অস্ত্রের আমদানি!

রাকিবুল ইসলাম, মুর্শিদাবাদ: ২০২৬ এ বিধানসভা নির্বাচন (Assembly Elections) । আর ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ওঠছে মুর্শিদাবাদে (Murshidabad)। মুর্শিদাবাদের রানিনগরে (Raninagar) ফের অস্ত্র-গুলি সহ গ্রেফতার দুই দুষ্কৃতী।

গোপন সূত্রের ভিত্তিতে রানিনগর থানার পুলিশ (Raninagar Police Station) গোধনপাড়া লোচিমন মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীদের গ্রেফতার করে। ধৃতরা হল মিরাজুল শেখ এবং বাবলু শেখ। মিরাজুল সেখের বাড়ি রানিনগর থানা হলেও বাবলু শেখের বাড়ি ডোমকল থানা এলাকায় বলে জানা যায়।

তাদের কাছ থেকে একটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতদের আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- রক্তাক্ত পুরীর রথযাত্রা! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩

দুদিন আগেও মুর্শিদাবাদ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়। এসটিএফের অভিযানে মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর (STF) একটি দল মুর্শিদাবাদের ফরাক্কা থানার নেতাজি সেতুর তলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।

অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিহার এবং বাংলার চারজনকে। বিহার থেকে অস্ত্র এনে তা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ছক ছিল পাচারকারীদের। এসটিএফেরর পদক্ষেপের সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইতিমধ্যে অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। ধৃত চারজনকে জেরা করে পাচারচক্রের বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

দেখুন আরও খবর-

Read More

Latest News