ওয়েব ডেস্ক: ৫০-র কোঠা পেরিয়ে গেলেও অভিনেত্রী যেভাবে নিজের তারুণ্য বজায় রেখেছেন, তাতে এক কথায় বলাই যায়, অভিনেত্রীর কাছে বয়স যেন সংখ্যা মাত্র। জয়া আহসান ফের ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন। কেমন লুকে এবার দেখা গেল অভিনেত্রীকে!
দুই বাংলায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’। এরইমধ্যে এবার ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী।ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান। ঢাকা ও কলকাতায় গত চার মাসে মুক্তি পাওয়া তাঁর বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। দুই বাংলায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান।
আরও পড়ুন: ‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই দেব–শুভশ্রী জুটিতে ফাটল
বয়স ৫২ পেরোলেও সৌন্দর্যে তিনি আজও নজরকাড়া। সমাজ মাধ্যমে বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন অভিনেত্রী। ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’। এরইমধ্যে এবার ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, ব্ল্যাক আর গোল্ডেন কমবিনেশনে তাঁকে সেজে উঠতে। সঙ্গে তাঁর হেয়ার স্টাইল ও চোখের দৃষ্টিভঙ্গি যেন নজর কেড়েছে অনুরাগীদের।
দেখুন খবর: