ওয়েব ডেস্ক: ট্রাম্পকে বার্তা দিয়ে বড় সিদ্ধান্ত জিনপিংয়ের। আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এবার ভিনদেশি ওষুধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। সেই আবহে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিল চীন। ভারতীয় ওষুধে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করল বেজিং (China Indian Pharma With Zero Duty)। ভারতীয় ওষুধ প্রস্তুতকারীদের কোনও শুল্ক না দিয়ে চীনে (China) ওষুধ রফতানি করার অনুমতি দেবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই সিদ্ধান্তটি আগামী বছরগুলিতে কোটি কোটি ডলার দ্বারা ভারতীয় ফার্মা রফতানি (Indian Pharma Exports) বাড়িয়ে তুলতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) আমেরিকায় আমদানি হওয়া ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঠিক পরে এই ঘোষণাটি করেছে বেজিং। এটি এমন একটি পদক্ষেপ যা ভারতের বৃহত ড্রাগ-রফতানিকারী শিল্পকে আঘাত করতে পারে। মার্কিন বাজার ব্যয়বহুল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে চীনের সিদ্ধান্তটি ভারতীয় সংস্থাগুলিকে সাশ্রয়ী মূল্যের ওষুধের চাহিদা সহ একটি বিকল্প বাজার সরবরাহ করে। ২দি আগে ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।” ট্রাম্পের এই ১০০ শতাংশ শুল্কের ঘোষণায় ভারতের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ ফার্মাসিউটিক্যাল পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। ভারত সবথেকে বেশি আমেরিকাতেই ওষুধ রফতানি করে। এই অবস্থায় চিন ভারতীয় ওষুধে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে একেবারে শূন্য করে দিল। এর ফলে ভারতীয় কোম্পানিগুলিকে চিনে ওষুধ রফতানি করার জন্য কোনও শুল্ক দিতে হবে না।
আরও পড়ুন: ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করল রাষ্ট্রপুঞ্জ!
বাণিজ্য বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এই পদক্ষেপটি ভারত-চীন বাণিজ্য সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে, যা প্রায়শই বেইজিংয়ের পক্ষে কাত হয়ে থাকে। ফার্মা শিল্পের নেতারাও আশা করছেন যে এই পরিবর্তনটি ভারতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, রাজস্ব বাড়িয়েছে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা সরবরাহের চেইনে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে।গত কয়েকমাসে ট্রাম্পের একাধিক পদক্ষেপের পর রাশিয়া, ভারত ও চিন আরও কাছাকাছি এসেছে। চিনের তিয়ানজিনে আয়োজিত SCO সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারত ও চীনের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন মোদি ও জিনপিং।
অন্য খবর দেখুন