কলকাতা: দেব ও কোয়েলের ছবি বড়দিনে মুক্তি পাবে, সঙ্গে শুভশ্রী অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মধ্যে কোনও একজনের ছবি মুক্তি পাবে। আর এবার এই প্রশ্নই খোলসা হয়ে গেল। সৃজিত মুখ্যোপাধ্যায় (Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে (Lawho Gouranger Naam Re)…’ মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ছবির নায়ক দিব্যজ্যোতি দত্ত।
চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ আসছে। তারপর প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিটি বড় দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিটির পাশাপাশি আরও ৪টি বড় বাংলা ছবি মুক্তির কথা ছিল। কিন্তু পুজোর সময় একসঙ্গে বেশ কয়েকটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পাওয়ার পর অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। বড়দিনে দেবের ‘প্রজাপতি ২’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’ এবং হয় শুভশ্রী গঙ্গোয়াপধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নয় তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ মুক্তি পাবে। ২৩ ডিসেম্বর তিনটি ছবি মুক্তি পেতে চলেছে। বৃহস্পতিবার নায়ক তাঁর ছবির নতুন একটি পোস্টারের ছবি পোস্ট করে ক্যাপশনে মুক্তির দিনক্ষণ জানালেন।
আরও পড়ুন:গলায় সাপ জড়িয়ে ভাইরাল ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা
পোস্টারে পুরীর মন্দিরের প্রেক্ষাপটে, গৌরাঙ্গ বেশে দিব্যজ্যোতিকে দেখা যায়ই। শ্রী কৃষ্ণলীলার পোশাকে দেখা মেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে চৈতন্য বেশে ইন্দ্রনীল সেনগুপ্তকেও দেখা যায়। পোস্টারটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আমাদের সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুভ মুক্তি এই বড়দিনে।’
View this post on Instagram
অন্য খবর দেখুন







