ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) ভয়ে যৌন কর্মীর আত্মহত্যা! এবার ঘটনাস্থল শেওড়াফুলি। জানা গিয়েছে মৃতার নাম বিতি দাস। রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, এসআইআর-এর ভয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন ওই মহিলা। তবে এই মৃত্যুকে (Death) ঘিরে রহস্য ঘনাচ্ছে।
সূত্রের খবর, শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস(৪৯) এর ঝুলন্ত মৃতদেহ তাঁর ঘর থেকে উদ্ধার করে পুলিশ (Police)। স্থানীয়রা জানান, ঘরের ভিতর থেকে ওই মহিলার কোনও শব্দ না পেয়ে খবর দেওয়া হয়েছিল পুলিশে। তার পরেই শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুঁইনের অভিযোগ, ‘২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না ওই যৌন কর্মীর। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরও অভিযোগ করে বলেছেন, ‘বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর।’
আরও খবর : বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরলেন বাংলার মেয়ে রিচা ঘোষ,দেখুন
স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, ‘প্রায় ত্রিশ বছর ধরে ওই যৌন কর্মী এই পল্লীতে ছিলেন। ওর স্বামী আছে। এসআইআর-এর ফর্ম দিয়ে গিয়েছে। হতেও পারে এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন।’ যৌনপল্লীর এক বাসিন্দা বলেছেন, ‘গতকাল রাতে স্বামীর ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। আজ সকালে বেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ।’
বিজেপির নেতা স্বপন পাল বলেন, ‘এরা সব মৃত্যুকেই এসআইএর বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে লাভ হবে না। এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে।’
দেখুন অন্য খবর :







