দিল্লি: দিল্লিতে (Delhi) ফের বিপজ্জনক মাত্রায় পৌঁছল দূষণ। শনিবার সকালেও রাজধানীর আকাশ ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা ছিল খুবই কম। সকালে রাস্তায় বের হওয়া অধিকাংশ মানুষই মুখে মাস্ক পরে চলাচল করতে দেখা গেছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লির বাতাসের মান বা AQI (Air Quality Index) ছিল ৩২২ — যা ‘খুব খারাপ’ (Very Poor) শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: অপারেশন পিম্পেল: কুপওয়ারায় ফের এনকাউন্টার, নিহত দুই জঙ্গি
বিশেষজ্ঞদের মতে, দিল্লির বাতাসে ক্ষুদ্র ধূলিকণা ও ধোঁয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অ্যালার্জির মতো সমস্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে গাড়ির সংখ্যা কমানো ও নির্মাণকাজে সীমাবদ্ধতা আরোপের পরামর্শ দেওয়া হয়েছে।
#WATCH | Delhi: Visuals of toxic smog from the India Gate area; AQI here is in the ‘Very Poor’ category at 322, as per the Central Pollution Control Board (CPCB). pic.twitter.com/PXqel8ELfA
— ANI (@ANI) November 8, 2025
বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই রাজধানীতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তৃতীয় ধাপ কার্যকর করা হয়েছে।
AQI শ্রেণিবিন্যাস অনুযায়ী:
-
০–৫০: ভালো
-
৫১–১০০: মাঝারি
-
১০১–২০০: খারাপ
-
২০১–৩০০: খুব খারাপ
-
৩০১–৪০০: ‘অত্যন্ত খারাপ’ / Very Poor
-
৪০১–৫০০: বিপজ্জনক
দেখুন আরও খবর:







