কলকাতা: শিয়ালদহ–বিধাননগর রোড (Sealdah-Bidhannagar) স্টেশনের মাঝে ব্রিজ নম্বর ০১–এর ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৭ নভেম্বর রাত ১১:৪৫ থেকে ১৮ নভেম্বর ভোর ৩:৩০ পর্যন্ত মোট ২২৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railways)। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হবে।
বাতিল ট্রেন (১৭.১১.২০২৫):
৩২২৪৯ শিয়ালদহ–ডানকুনি লোকাল
৩২২৫২ ডানকুনি–শিয়ালদহ লোকাল
৩১৪৪৭ সিয়ালদহ–নৈহাটি লোকাল
৩১৪৫০ নৈহাটি–শিয়ালদহ লোকাল
আরও পড়ুন: ডেলিভারি বয়ের জীবন রক্ষা করল কলকাতা মেডিকেল কলেজ
শর্ট টার্মিনেশন / শর্ট অরিজিনেশন:
৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদহ লোকাল
→ ১৭ নভেম্বর ব্যারাকপুরে শর্ট টার্মিনেট হবে
৩১৫১১ শিয়ালদহ–শান্তিপুর লোকাল
→ ১৮ নভেম্বর ব্যারাকপুর থেকে শর্ট অরিজিনেট হবে
সময় পরিবর্তন:
৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার
→ ১৮ নভেম্বর ৩:৪৫ এর বদলে সকাল ৪:১৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে
রেল কর্তৃপক্ষ যাত্রীদের হওয়া অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনে বিকল্প ট্রেনের সময়সূচি দেখে যাত্রা করার অনুরোধ জানিয়েছে।
দেখুন আরও খবর:







