Saturday, November 15, 2025
HomeScrollদেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিন রাশির জীবনে বড় পরিবর্তন
Guru Jupiter

দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিন রাশির জীবনে বড় পরিবর্তন

দীর্ঘ ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি

জ্যোতিষশাস্ত্রে (Astrology) গুরু বৃহস্পতির (Guru Jupiter) অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি দেবগুরু নামে পরিচিত। দীর্ঘ ১২ বছর পর কর্কট রাশিতে (Cancer) প্রবেশ করেছে বৃহস্পতি। একাধিক জাতক জাতিকার উপর প্রভাব পড়বে। ২০২৬ সাল একাধিক রাশির (Zodiac Sign) জন্য সুখের বার্তা নিয়ে আসবে।

 

কর্কট রাশি- সুখের দিন আসতে চলেছে। ২০২৫ সাল অনেক চাপান উতোরের মধ্যে দিয়ে কেটেছে। তবে ২০২৬ সাল নতুন বার্তা নিয়ে আসবে। মান সম্মান বৃদ্ধি পাবে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। এই সময় করা সব ধরনের প্রচেষ্টা আপনার সহায় হবে। যেকোনও সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে। কর্মক্ষেত্রে প্রমোশন হবে, বেতন বাড়বে। যারা চাকরি খুঁজছেন, তারা প্রত্যাশিত সংস্থায় চাকরি পাবেন।

 

তুলা – গুরু বৃহস্পতি তুলার রাশির জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে। সম্পর্কে উন্নতি, কর্মে পদোন্নতি। কাজের দিক দিয়ে আপনি প্রত্যাশিত ফল লাভ করবেন। কর্মজীবনে দায়িত্ব বাড়বে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। ব্যবসা বিস্তার লাভ করবে। অপ্রত্যাশিত লাভের সুযোগ। এমন কোনও মানুষের সঙ্গে আলাপ হবে, যে আপনার ভাগ্যের উন্নতিতে শামিল হবে।

আরও পড়ুন-  শনিদেবের দৃষ্টি ৪ রাশির উপরে, ২৮ নভেম্বরের পরে ভাগ্যের মোড় ঘুরবে

 

কন্যা- গুরু বৃহস্পতিবার আশীর্বাদে জীবনের মোড় ঘুরতে চলেছে এই রাশির। আসছে ভালো সময়। সুখের দিন আসবে এই রাশির জাতক জাতিকাদের। জীবনে নতুন সুযোগ আসবে। ব্যবসা ও চাকরিতে উন্নতি। ২০২৫ এর থেকে ২০২৬ আপনার জন্য একাধিক নতুন দুয়ার খুলে দেবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

Read More

Latest News