Thursday, November 20, 2025
HomeScrollআজ প্রস্তুত থাকুন, চতুর্গ্রহী যোগে যা ঘটবে এই চার রাশির জীবনে
Zodiac Sign

আজ প্রস্তুত থাকুন, চতুর্গ্রহী যোগে যা ঘটবে এই চার রাশির জীবনে

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের সূচনা

২০২৫ সালের ২০ নভেম্বর এই চার রাশির (Rashi) জন্য সৌভাগ্য (Good Luck) বয়ে নিয়ে আসছে। ভাগ্য সাথ দেবে। কর্মে উন্নতি। এই রাশিগুলি হল  মেষ, কর্কট বৃশ্চিক,  ধনু। এই রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের সূচনা হতে পারে, কারণ এই সময়ে বৃশ্চিক রাশিতে চারটি গ্রহের (মঙ্গল, সূর্য, চন্দ্র, বুধ) মিলন ঘটবে, যা চতুর্গ্রহী যোগ (Four-plane yogaনামে পরিচিত। এই যোগের প্রভাবে আর্থিক উন্নতি সহ একাধিক সুযোগ আসবে জীবনে।

মেষ- চতুর্গ্রহী যোগের প্রভাবে আয় বাড়বে এই রাশির। বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ আসবে। চাকুরীজীবী ও ব্যবসায়ীদের প্রবল উন্নতির যোগ। ভাগ্য আপনার সাথ দেবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে।

কর্কট- কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। পদোন্নতি থেকে আয় বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। নতুন চাকরির সুযোগ আসবে।

বৃশ্চিক- আজকের দিনটি বিশেষভাবে শুভ। চতুর্গ্রহী যোগের প্রভাবে অপ্রত্যাশিতভাবে হাতে টাকা আসবে। লগ্নি বাড়বে এবং নতুন ব্যবসা শুরুর জন্য এটি উপযুক্ত সময়। চাকুরীজীবীদের পদোন্নতি।

আরও পড়ুন- দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিন রাশির জীবনে বড় পরিবর্তন

ধনু- ভাগ্য আপনার সহায়। এতদিন যে মানসিক চিন্তাগুলি আপনার কষ্ট দিচ্ছিল তার থেকে মুক্তি। আত্মবিশ্বাস ফিরে পাবেন। কর্মজীবনে নতুন সুযোগ তৈরি হতে পারে এবং প্রেম জীবনেও ইতিবাচক সাড়া মিলবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News