২০২৫ সালের ২০ নভেম্বর এই চার রাশির (Rashi) জন্য সৌভাগ্য (Good Luck) বয়ে নিয়ে আসছে। ভাগ্য সাথ দেবে। কর্মে উন্নতি। এই রাশিগুলি হল মেষ, কর্কট বৃশ্চিক, ধনু। এই রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের সূচনা হতে পারে, কারণ এই সময়ে বৃশ্চিক রাশিতে চারটি গ্রহের (মঙ্গল, সূর্য, চন্দ্র, বুধ) মিলন ঘটবে, যা চতুর্গ্রহী যোগ (Four-plane yoga) নামে পরিচিত। এই যোগের প্রভাবে আর্থিক উন্নতি সহ একাধিক সুযোগ আসবে জীবনে।
মেষ- চতুর্গ্রহী যোগের প্রভাবে আয় বাড়বে এই রাশির। বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ আসবে। চাকুরীজীবী ও ব্যবসায়ীদের প্রবল উন্নতির যোগ। ভাগ্য আপনার সাথ দেবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে।
কর্কট- কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। পদোন্নতি থেকে আয় বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। নতুন চাকরির সুযোগ আসবে।
বৃশ্চিক- আজকের দিনটি বিশেষভাবে শুভ। চতুর্গ্রহী যোগের প্রভাবে অপ্রত্যাশিতভাবে হাতে টাকা আসবে। লগ্নি বাড়বে এবং নতুন ব্যবসা শুরুর জন্য এটি উপযুক্ত সময়। চাকুরীজীবীদের পদোন্নতি।
আরও পড়ুন- দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিন রাশির জীবনে বড় পরিবর্তন
ধনু- ভাগ্য আপনার সহায়। এতদিন যে মানসিক চিন্তাগুলি আপনার কষ্ট দিচ্ছিল তার থেকে মুক্তি। আত্মবিশ্বাস ফিরে পাবেন। কর্মজীবনে নতুন সুযোগ তৈরি হতে পারে এবং প্রেম জীবনেও ইতিবাচক সাড়া মিলবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







