নদিয়া: প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। সোমবার তাদের দু’জনকে দোষীসাব্যস্ত করে ছিল আদালত। মঙ্গলবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে কৃষ্ণনগর জেলা আদালতের বিচারক ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসের ২৫ তারিখে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাগআচড়া গোয়ালপাড়া গ্রামের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিপুল ব্যাপারি নামে এক যুবককে। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় কলকাতা নীলরতন সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন নভেম্বরের ৫ তারিখ মৃত্যু হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ! চাঞ্চল্য

মৃতের বাবা হীরালাল ব্যাপারীর অভিযোগের ভিত্তিতে, পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, তার ছেলে আচমকা আপত্তিকর অবস্থায় রাতে দেখে ফেলে তার বৌমা পাপিয়া বেপারী ও তার প্রেমিক জয়ন্ত বারুইকে। ঘটনার খবর ধামা চাপা দিতে পাপিয়া ও জয়ন্ত মিলে ঘরে থাকা একটি লোহার হাতুড়ি দিয়ে বিপুলকে ব্যাপক মারধর করে। অচৈতন্য হয়ে পড়লে তার দেহ ফেলে রেখে পালিয়ে যায় জয়ন্ত। এরপরে বিপুলকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তীতে মৃত্যু হয় বিপুলের।

বিপুলের বাবা হীরালালের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযুক্ত করে মামলা শুরু হয়। মামলায় মোট ২১জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচার শেষে কৃষ্ণনগর জেলা সেশন বিচারক শুভঙ্কর সেন দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী কুতুব উদ্দিন শেখ বলেন, ” দুই আসামীর খুনের অভিযোগ প্রমাণ হয়েছে। মোট ২১ জন সাক্ষীর ভিত্তিতে দুজন দোষী সাব্যস্ত হয়। এদিন জেলা জজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।”

দেখুন খবর: