Monday, December 1, 2025
HomeScrollমৃত, শিফটেডদের পরিসংখ্যান এখনও আপলোড করা হচ্ছে না কেন? প্রশ্ন কমিশনের
Election Commission

মৃত, শিফটেডদের পরিসংখ্যান এখনও আপলোড করা হচ্ছে না কেন? প্রশ্ন কমিশনের

'কার নির্দেশের অপেক্ষায় আছেন', প্রশ্ন কমিশনের

ওয়েব ডেস্ক: প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হলেও এখনও পর্যন্ত মাত্র ১৮ লক্ষ ৭০ হাজার মৃত ভোটারকে (Dead Voter) চিহ্নিত করা হয়েছে। স্থানান্তরিত ভোটার ও ডুপ্লিকেট ভোটারের (Duplicate Voter) সংখ্যা মিলিয়ে ৩৫ লক্ষ ভোটারের নাম এখনও বাদ রয়েছে। অভিযোগ ,  বহুবার ভোটারদের বাড়ি যাওয়ার পরও বেশ কিছু জেলায় মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদের পরিসংখ্যান আপলোড করছেন না বিএলও-রা। যে কারণে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)।

কমিশন সূত্রে খবর, বেশকিছু বিএলও-দের কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে । মূলত দু’টি জেলা, কোচবিহার ও মালদহ নিয়ে বিরক্ত প্রকাশ করছে কমিশন। শনিবার কমিশনের নব নিযুক্ত স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়ালের নেতৃত্বে ১২ জন রোল অবজার্ভার তথা সিনিয়র আইএএস অফিসারকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে অন্যতম ছিল পরিসংখ্যান না পাওয়ার বিষয়টি। শনিবার হওয়া সেই বৈঠকে আরও কতগুলি বিষয় সুনির্দিষ্ঠ ভাবে উঠে আসে। তা হল, জনসংখ্যা বৃদ্ধি এবং স্বাভাবিক নিয়মে যে রিভিশন হয় তাতেও যে সংখ্যায় নাম বাদ যায়, সেই তুলনায় এসআইআর প্রক্রিয়ায় উঠে আসা তথ্য সন্তোষজনক নয়।

আরও পড়ুন: পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, বিজ্ঞপ্তি প্রকাশ করে আর কী জানাল কমিশন?

কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় সংখ্যাটা আপলোড করা হয় নি, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। এরপরই এনেকটা ক্ষুব্ধ হয়েই স্পেশ্যাল অবজার্ভার বিএলও-দের (BLO) বলেন, “কার নির্দেশের অপেক্ষায় আছেন।”

দেখুন খবর: 

Read More

Latest News