Tuesday, August 26, 2025
HomeScrollরামপুরহাটের কাঠের মিলে ভয়াবহ আগুন!

রামপুরহাটের কাঠের মিলে ভয়াবহ আগুন!

বীরভূম: বীরভূমের রামপুরহাটে কাঠের মিলে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের ভারসালা মোড়ে। গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই অগুনের গ্রাসে গোটা কাঠের মিলটি। ঘটনার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ।

আরও পড়ুন: তমলুকে শুভেন্দুর মিছিলে শর্তসাপেক্ষে অনুমোদন হাইকোর্টের

জানা যাচ্ছে, এই বিধ্বংসী আগুন লাগে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে। তবে কি করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কাঠ দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গোটা মিল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু পরস্থিতি হাতের বাইরে চলে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা মিল। এখনও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এবার এই ঘটনার তদন্তে রামপুরহাট থানার পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News