Tuesday, August 26, 2025
HomeScrollযুবককে পিটিয়ে খুনে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায়

যুবককে পিটিয়ে খুনে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায়

দেবাশিস মন্ডল (গোপালনগর, উত্তর ২৪ পরগনা):  যুবককে পিটিয়ে খুনে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গোপালনগরে (Gopalnagar)। মৃত যুবকের নাম আমির হোসেন মন্ডল (Amir Hossain Mondal) ওরফে কটা (৪৩)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার চৌবেড়িয়া মেঠোপাড়া এলাকায়।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চৌবেড়িয়া নিমতলা বাজার শ্মশান সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই বনগাঁ পুলিশ (Bangaon Police)।

আরও পড়ুন:  সোনারপুরে বেআইনি কল সেন্টার, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ

জেলার অন্তর্গত গোপালনগর থানার পুলিশ প্রসেনজিৎ সরকার সহ দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মৃত আমির হোসেন এদিন সন্ধ্যায় তার ইকো চার চাকা গাড়ি নিয়ে নিমতলা বাজার এলাকায় গিয়েছিল। রাস্তার উপর মাথায় আঘাত লাগা অবস্থায় স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায়।

অভিযোগ, পুরনো বিবাদের জেরে আমির হোসেনকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন রাতে স্থানীয়রা নিমতলা নহাটা রোডে চৌবেড়িয়া বেলতলা মেঠোপাড়া মোড়ে অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News