দক্ষিণ ভারতের অন্যতম বিশিষ্ট অভিনেত্রী সাই পল্লবী অভিনয়ের পাশাপাশি নাচেও তার দক্ষতা দেখিয়েছেন। অভিনয়শিল্পী হিসেবে তিনি যথেষ্ট স্বনামধন্য। তার অনুরাগী-দর্শকরা বিস্মিত হয়েছেন তার প্রতিভা দেখে। তিনি প্রতিটি ছবিকে যথেষ্ট চিত্তাকর্ষক পারিশ্রমিক গ্রহণ করেন বলে জানা গেছে। গত বছর শেষের দিকে তাঁর ‘আমারন’ ছবি মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘রামায়ন’ ছবিতে সাই পল্লবীকে সীতার ভূমিকায় দেখা যাবে রনবীর কাপুরের সঙ্গে। রামের ভূমিকায় থাকবেন রণবীর।
প্রসঙ্গত, দক্ষিণী ছবিতে সাঁইকে সাধারণত রোমান্টিক- ড্রামা ঘরানার ছবিতেই বেশি দেখা যায়।
ছবির কাজের ব্যাপারেও তিনি যথেষ্ট খুঁতখুঁতে। ২০১৮ সালে অভিনেত্রী চারটি ছবি মুক্তি পেয়েছিল। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অন্যতম ছবি ‘থান্ডেল’।
এরই মাঝে অভিনেত্রী সাই পল্লবী তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। একটি একটি পোর্টালের খবর অনুযায়ী ‘থান্ডেল’ সিনেমার জন্য ৫ কোটি পারিশ্রমিক নিয়েছেন সাই পল্লবী।
বোঝা যাচ্ছে, সাই পল্লবীর জনপ্রিয়তা, অভিনয় দক্ষতা এবং প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সাফল্যের পরিবর্তে শক্তিশালী ভূমিকার উপর ভিত্তি করে সিনেমা বেছে নেন এই অভিনেত্রী।
পারিশ্রমিক বাড়ালেন সাঁই পল্লবী
'থান্ডেল’ সিনেমার জন্য ৫ কোটি
Follow Us :