Saturday, August 30, 2025
HomeScrollবৈশাখী সাজে ইশা সাহা

বৈশাখী সাজে ইশা সাহা

কলকাতা: ইন্ডাস্ট্রির ‘ট্রেন্ড’-এ গা ভাসাতে নারাজ। মাছ-ভাত খুবই প্রিয়, আবার পোশাক নিয়ে করেন এক্সপেরিমেন্ট। কথা হচ্ছে অভিনেত্রী ইশা সাহার (Ishaa Saha)। ইশা সাহার অনুরাগীরা তাঁর সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে থাকেন। ইশা সাহার স্টাইলিং দেখেও বারবার মুগ্ধ হন সবাই। তীব্র গরমে অভিনেত্রীকে দেখা গেল একেবারে বৈশাখী সাজে। নিজেকে অন্য রকমের সাজে তুলে ধরলেন।

ইশার যেমন পুরুষ অনুরাগীদের হৃদয়েও ঝড় তোলেন আবার মহিলা অনুরাগীরাও ইশা সাহার (Actress Ishaa Saha Summer Look) থেকে ফ্যাশন টিপস নোট করতে ভোলেন না। তীব্র গরমে যখন সাজে মন চায় না তখন ইশা নিজেকে মেলে ধরলেন বৈশাখী স্নিগ্ধ সাজে। বৈশাখের গরমে নায়িকার সাজ দেখে মন ফ্রেস অনুরাগীদের। ইশার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে, ডিপ পিঙ্ক কটন হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন।শাড়ির সঙ্গে সাধারণ প্যাটার্নের কোনও ব্লাউজ স্টাইল করেননি ইশা। তিনি আকাশি প্রিন্টেট শার্ট স্টাইলের টপের সঙ্গে পেয়ার আপ করেছেন। কানে গোঁজা ফুল। তাঁর ত্বকের কমপ্লেকশন এবং ফিগারকেও কমপ্লিমেন্ট দিচ্ছিল। এই সাজ সবার থেকে লাইমলাইট ছিনিয়ে নিলেন তিনি। চোখ ধাঁধানো সাজেননি ইশা। কিন্তু তাঁর এই ছকভাঙা স্টাইলিং দেখে প্রশংসা করতেই হয়।

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

আরও পড়ুন: এবার ‘টাইগার’ হত্যা!

অন্য খবর দেখুন

Read More

Latest News