কলকাতা: নতুন বছরে ফ্যাস্টিভ মুডে গোটা বিশ্ব। মহা সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে ২০২৫ সালকে। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) একান্ত। সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কলও। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিরুষ্কার ভিডিও।
বর্ডার-গাভাসকর ট্রফির (Border–Gavaskar Trophy) জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। সেখানেও তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। চলতি সিরিজে ব্যাটে রান না পেলেও বর্ষবরণে মেতেছেন বিরাট। সিডনিতে অনুশ্কার হাতে হাত রেখে নতুন বছরকে স্বাগত জানাল বিরাট। এই তারকা দম্পতি নাইট পার্টিতে মজেছিলেন। নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর একটি ভিডিও।
মধ্যরাতে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল বিরুষ্কা জুটিকে। সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কলও। ভিডিওতে দেখা গিয়েছে, সিডনির রাস্তায় তারকা জুটি হেঁটে বেড়াচ্ছেন। দুজনেরই পরনে ছিল কালো পোশাক। অনুষ্কাকে হিল জুতোর সঙ্গে একটা কালো ছোট পোশাক দেখা যায়। অন্যদিকে বিরাট কোহলিকে সাদা স্নিকারের সঙ্গে একটি কালো কো-অর্ড সেটে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কল। নেটিজেনদের একাংশের ধারণা, নববর্ষের কোনও পার্টিতে যাচ্ছেন তাঁরা। তবে সেটা জল্পনাই মাত্র। এমনিতে ভারতের সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে সিডনির সময়। আগেই সেখানে শুরু হয়ে যায় বর্ষবরণের উদযাপন। তার মধ্যেই ভাইরাল সিডনির রাস্তায় হাতে-হাত ধরা বিরুষ্কার ছবি।
আরও পড়ুন: যীশু-নীলাঞ্জনার বর্ষবরণের আলো অনেকটাই ফিকে
virat and anushka spotted in sydney likely celebrating new year ? pic.twitter.com/Grn54flBE1
— ???. ? (@ssnoozefest) December 31, 2024
অন্য খবর দেখুন