Wednesday, August 27, 2025
HomeScrollতামান্নার উষ্ণ ছবিতে ঘাম ঝরছে নেটপাড়ার

তামান্নার উষ্ণ ছবিতে ঘাম ঝরছে নেটপাড়ার

কলকাতা: বলিউডের সম্পর্ক ভাঙা-গড়া নতুন নয়। সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন বহু তারকারা। সেই তালিকাতেই সম্ভবত এবার নতুন সংযোজন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মা (Vijay Varma)। তবে প্রেম ভাঙার জল্পনার মাঝে তামান্নার উষ্ণ ছবিতে ঘাম ঝরছে নেটপাড়া। অভিনেত্রীর বোল্ড লুক না দেখলেই মিস!

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

নিজের স্টাইল ও নাচের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের মন জয় করে ফেলেছেন তামান্না ভাটিয়া। অনেকে তো আবার অভিনেত্রীদের ‘গোল্ড ডিগার’-এর তকমাও দিয়ে থাকেন! তাঁর অভিনয় থেকে প্রেম জীবন সবটাই উঠে আসে নেটিজেনদের চর্চায়। সম্পর্ক ভাঙার মাঝেও কাজে ফোকাস করেছেন তামান্ন। অভিনেত্রী নিজের বোল্ড কিলার অ্যাপিয়ারেন্সের নিত্যদিন ফ্যাশন ফটোশুটেও ঝড় তুলছেন। কালো অফসোল্ডার গ্রাউনে উষ্ণতা ছড়ালেন তামান্না। অভিনেত্রীর ফ্যাশনে ক্লিন বোল্ড ভক্তরা। চোখের দৃষ্টিতে সেক্সি অ্যাপিয়ারেন্স। তাতে কুপকাত নেটিজেনরা। ড্রেসের সঙ্গে হালকা মেকআপে অনন্য সুন্দরী তামান্না।

আরও পড়ুন: ক্যাজুয়াল লুকে লাস্যময়ী সোহিনী, দেখে চোখ সরাতে পারবেন না

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

অন্য খবর দেখুন

Read More

Latest News