Saturday, November 22, 2025
Homeবিনোদনশাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো!

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো!

ওয়েব ডেস্ক: বলিউডের ‘কিং খান'(Bollywood King Khan) মার্ভেল দুনিয়ায়(Marvel Cinematic Universe) পা রাখতে চলেছেন এমন গুঞ্জনে ভারতের বিনোদন দুনিয়ায যথেষ্ট উত্তেজিত। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হলিউডের অভিষেক করতে চলেছেন শাহরুখ খান(Sharukh khan)। সেটি আবার মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটি সুপারহিরো ছবিতে। জানিয়ে প্রত্যাশা এবং উত্তেজনা যথেষ্ট তুঙ্গে। জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট ‘মার্ভেল লিক্স'(MarvelLeaks) দাবি করছে মার্বেল স্টুডিওর সঙ্গে শাহরুখের প্রাথমিক আলোচনা চলছে একটি বিশেষ প্রজেক্ট নিয়ে। সেটি আদৌ ‘অ্যাডভেঞ্চার্স ডুমস ডে'(AVENGERS DOOMSDAY) নয়। যদিও এখনো শাহরুখ কিংবা মার্বেল এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেওয়া হয়নি। লক্ষণীয় যে ‘মিসেস মার্ভেল সিরিজে শাহরুখের ‘স্বদেশ’ ছবির বিখ্যাত গান বাজিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছিল।


এই খবর পূর্ণতা পেলে ফারহান আক্তার,হরিশ প্যাটেল ও মোহন কাপুরের পর শাহরুখ হবেন সেই অল্প কয়েকজন ভারতীয় অভিনেতাদের মধ্যে আর ।একজন যারা মার্বেল সিনেমার অংশ হয়েছেন।
মার্বেল দুনিয়ার অন্যতম প্রধান অভিনেতা এন্টনি ম্যাকি বেশ কিছুদিন আগে জানিয়েছেন তার প্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এর তিনি ছিলেন প্রধান অভিনেতা।

Read More

Latest News