Wednesday, October 15, 2025
HomeScrollখোলামেলা ওয়ান পিসে গ্ল্যামারাস জাহ্নবী

খোলামেলা ওয়ান পিসে গ্ল্যামারাস জাহ্নবী

কলকাতা: জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) জেড ফ্যাশনের আইকন। গাউন থেকে ফ্লোর-গ্র্যাজিং এথনিক এবং এমনকি সাধারণ ক্যাজুয়াল লুকে নজরকাড়েন অভিনেত্রী। সাদা রঙের ওয়ান পিসে দেখা গেল বলি ডিভা জাহ্ণবী কপুরকে (Janhvi Kapoor)। স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

বিভিন্ন সময়ে নানা স্টাইলিশ পোশাকে চমক দিয়েছেন শ্রীদেবী কন্যা। বলি ডিভার রূপ দেখে অভিভূত হয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। এ বার এক ভিন্টেজ হলিউড লুকেই ধরা দিলেন অভিনেত্রী। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাদা রঙের ওয়ান পিস ড্রেসে দেখা গেল বলি ডিভাকে। সাদা নেটের কাজের শর্ট ওয়ান পিসে বোল্ড লুকে জাহ্নবী। সঙ্গে সাদা ব্লেজার। অভিনেত্রীর ড্রেসের মাঝে স্পট ক্লিভেজ। ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ। এই লুকে অনুরাগীদের রাতের ঘুম কাড়লেন সুন্দরী।

আরও পড়ুন: প্রিমিয়ারে চাঁদের হাট, কেমন হল কিলবিল?

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News